আন্তর্জাতিক ডেস্ক: মিশরে ইন্টারনেট ব্যবহার কড়া নিয়ন্ত্রণে রাখতে নতুন আইনে স্বাক্ষর করেছেন দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি। শনিবার আইনটি স্বাক্ষরিত হওয়ার পরই পাঁচশোর বেশি ওয়েবসাইট বন্ধ করে দেওয়া হয়েছে।
নতুন আইনে উল্লেখ করা হয়, মিশরের জাতীয় নিরাপত্তা ও অর্থনীতির জন্য হুমকি মনে হলে সেসব ওয়েবসাইট বন্ধ করে দেওয়া হবে। এই সাইটগুলো যারা চালায় এমনকি যারা সাইটগুলো দেখবে তাদেরকেও শাস্তি হিসেবে জেল এবং জরিমানা ভোগ করতে হবে।
মিশরে সাইবার ক্রাইম বন্ধে প্রণীত আইনটির সমালোচনা করছে বিভিন্ন মানবাধিকার সংস্থা। তারা মনে করে, সাইবার ক্রাইমের এই আইনটি রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করতে ব্যবহার করা হবে। তবে কর্তৃপক্ষ বলছে, ইন্টারনেটে বিদ্যমান অস্থিরতা ও সন্ত্রাসীদের আগ্রাসন ঠেকাতে নতুন আইন কাজে আসবে।
গত মাসে মিশরের পার্লামেন্টে সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে আরও একটি আইন পাস হয়। এতে, ফেসবুক, টুইটার, ইউটিউবসহ আরো বেশকিছু সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের ৫ হাজারের বেশি ফলোয়ার থাকলে ওইসব অ্যাকাউন্ট নিয়মিত পর্যবেক্ষণে রাখা হবে। যদিও আইনটি এখনো প্রেসিডেন্টের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
Discussion about this post