গত পাঁচ বছরে অর্থাৎ ২০১২-১৬ সাল পর্যন্ত বিদেশের কারাগার থেকে সাড়ে ৪৯ হাজার ৫০৩ জন বাংলাদেশি মুক্তি পেয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।
রোববার (১৯ জুন) জাতীয় সংসদে আবদুল মতিনের লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।
বিদেশে বাংলাদেশের দূতাবাসের বরাত দিয়ে মন্ত্রী জানান, ৩১টি দেশের মধ্যে সবচেয়ে বেশি বাংলাদেশি মুক্তি পেয়েছে মালয়েশিয়া থেকে- ১৮ হাজার ৭২১ জন। সৌদি আরব থেকে ১৭ হাজার ৩৩৫ জন। সংযুক্ত আরব আমিরাত থেকে ৫ হাজার জন। মেক্সিকো থেকে মুক্তি পেয়েছে ১ হাজার ৯৮২ জন এবং এ সময়ের মধ্যে ভারত থেকে ৮৭৫ জন বাংলাদেশি মুক্তি পেয়েছে।
কোনো দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কারাগারে আটক থাকা বাংলাদেশি নাগরিকদের বিষয়ে অবহিত করলে তা যাচাই করে বাংলাদেশ দূতাবাস কর্তৃপক্ষ প্রয়োজনীয় আইনি সহায়তা দেয়, যোগ করেন আবুল হাসান মাহমুদ।




Discussion about this post