নিজস্ব প্রতিবেদক: ‘গ্যাং কালচারের’ নামে দিন দিন ভয়ংকর হয়ে উঠছে রাজধানীর কিশোরদের একটা অংশ। ‘নাইন স্টার’ ও ‘ডিসকো বয়েজ’ নামে সক্রিয় এসব কিশোর শুরুতে মূলত ‘পার্টি’ করা, হর্ন বাজিয়ে প্রচণ্ড গতিতে মোটরসাইকেল চালানো ও রাস্তায় মেয়েদের উত্ত্যক্ত করার কাজে যুক্ত থাকে। পরে তারা নেশা ও খুনের মতো ঘটনায়ও জড়িয়ে পড়ে।
রাজধানীর মুগদা এলাকায় এমনি এক কিশোর গ্যাংয়ের ২২ কিশোরকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এর মধ্যে তিনজনকে কারাদণ্ড দিয়ে গাজীপুরের কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছে।
এছাড়া ১৯ জনকে মাদক পাওয়ায় বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে র্যাব পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।
এলাকায় আধিপত্য বিস্তার, মাদক সেবন ও বিক্রির সাথে জড়িত কিশোর গ্যাং গ্রুপের সদস্যদের ধরতে সোমবার দিবাগত সন্ধ্যা ৭টা থেকে মান্ডা ব্রিজ ও হিরু মিয়ার গলি সংলগ্ন এলাকায় অভিযানে নামে র্যাব-৩। সর্বশেষ খবর অনুযায়ী অভিযান চলছিল।
র্যাব-৩ এর অতিরিক্ত এসপি বীণারানি দাশের সহযোগিতায় অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আক্তারুজ্জামান।
Discussion about this post