এডভোকেট সালেহ্ মোহাম্মদ ফয়সাল মুন্সিগঞ্জ প্রতিনিধীঃ
গত ২৭/০১/২১ ইং বুধবার দুপুরে মুন্সীগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের মুন্সীগঞ্জে এক শিশুকে ধর্ষণের দায়ে মহসিন নামের এক যুবকের যাবজ্জীবন জেল ও জরিমানা করা হয়েছে। মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের ফিরিঙ্গিবাজার এলাকায় ৮ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মহসিন নামে ৩২ বছর বয়সী এক যুবকের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন বিজ্ঞ আদালত।
গত ২৭/০১/২১ ইং বুধবার দুপুরে মুন্সীগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জাকির হোসেনের আদালত এই আদেশ দেন।
এছাড়া ধর্ষক মহসিনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও করা হয়। দণ্ড পাওয়া মহসিন মুন্সীগঞ্জ সদর উপজেলার রঘুরামপার এর মৃত আফতাব আলীর ছেলে। আদালতের রায়ে বলা হয়, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধন/২০০৩) এর ৯ (১) দণ্ডযোগ্য অপরাধের অভিযোগ সন্দেহাতীত প্রমাণিত হওয়ায় তাকে দোষী সাব্যস্ত করে এ দণ্ড দেয়া হয়।

মামলা সূত্রে জানা যায়, গত ২০১৭ সালের ২৯ নভেম্বর সকালে মুন্সীগঞ্জ সদর উপজেলার ফিরিঙ্গিবাজার এলাকায় কারখানায় কর্মরত মায়ের কাছ থেকে নিজ বাসায় ফিরছিল শিশুটি। এ সময় পথ থেকে শিশুটিকে তুলে নিয়ে ধর্ষণ করে মহসিন।
ঘটনার পরদিন মুন্সীগঞ্জ সদর থানায় শিশুর বাবা বাদী হয়ে মুন্সীগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে। পরবর্তীতে পুলিশ ধর্ষক মহসিনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়।
Discussion about this post