মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বাড়ৈখালি ইউনিয়নে মামলার তালিকাভুক্ত সন্ত্রাসী তাজেল ইসলাম (৩৬) পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। নিহত তাজেল হত্যা, ডাকাতি, দস্যুতা, অস্ত্র, মাদক, পুলিশের উপর হামলাসহ বিভিন্ন মামলার আসামি ছিলেন। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।
শুক্রবার দিবাগত রাত ১টার দিকে ইউনিয়নের মদনখালী এলাকায় অস্ত্র উদ্ধারে গেলে বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে।
এ তথ্যের সত্যতা নিশ্চিত করে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুচ আলী জানান, রাতে তাজেলকে নিয়ে মদনখালী এলাকায় অস্ত্র উদ্ধারে গেলে ওত পেতে থাকা তার সহযোগীরা পুলিশের উপর হামলা চালায়। এ অবস্থায় তাদের সঙ্গে বন্দুকযুদ্ধে তাজেল গুলিবিদ্ধ হন এবং তিন পুলিশ সদস্য আহত হন। গুলিবিদ্ধ তাজেলকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ সময় ঘটনাস্থল থেকে দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, মাদক ও ইয়াবা পাওয়া যায়। মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।




Discussion about this post