বিডি ল নিউজঃ শনিবার সন্ধ্যা ৭ টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ভাগ্যকুল ইউনিয়নের বালাশুর বৌবাজার এলাকায় ৪৭ কেজি গাঁজাসহ মো. কুদ্দুস সরদার (৩৫) নামের এক মাদকব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।আটক কুদ্দুস সরদার ওই এলাকার মৃত. লালু সরদারের ছেলে।
ঘটনার সত্যতা স্বীকার করে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান জানান, অনেকদিন ধরে ঐ এলাকায় মাদকব্যবসা করে আসছিল কুদ্দুস। সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ৩ টি বস্তায় মজুদ করা ৪৭ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়।তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা করা হয়েছে। রবিবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।
Discussion about this post