মারা যাওয়ার ১১ ঘণ্টা পর বেঁচে উঠল মৃতদেহ৷ এমনই আশ্চর্যজনক ঘটনাটি ঘটেছে পোল্যান্ডে৷ সূত্রের খবর চলতি মাসের ছয় তারিখে অসুস্থ হয়ে পড়েছিলেন ৯১ বছরের জেনিনা কলভিয়েজ৷ চিকিৎসক আসার পরই মারা যান ওই মহিলা৷
তাঁর স্বাভাবিক মৃত্যুর ফলে তাকে ডেথ সার্টিফিকেটও দিয়ে দেন ওই চিকিৎসক৷ এরপর মৃতার পরিজনেরা শেষকৃত্যের কাজ দু’দিন পরে করার সিদ্ধান্ত নেওয়ায় তাঁকে মর্গে রাখা হয়৷ কিন্তু মৃত্যুর ১১ ঘণ্টা পরই বেঁচে উঠলেন ওই মহিলা৷ শুধু বেঁচে ওঠাই নয় একেবারে উঠে বসলেন ওই মহিলা৷ এই দৃশ্য দেখে সংঞ্জা হারাবার উপক্রম হয় মর্গের কর্মীদের৷ এরপর হাসপাতালের চিকিৎসকেরা তাকে পরীক্ষা করে জানান একদম সুস্থ আছেন ওই মহিলা৷ প্রাথমিক চিকিৎসার পর তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়৷ বর্তমানে তিনি বেশ সুস্থ্ই আছেন বলে জানা গিয়েছে৷
Discussion about this post