মৃত পাঁচ বছরের মেয়ে রূপসী খাতুনকে ঘরে বিছানার চাদর দিয়ে ঢেকে রেখে পালিয়েছেন মোসলেমা খাতুন নামে এক গৃহবধূ।
শনিবার (২৫ জুন) সকালে সাতক্ষীরার দেবহাটা উপজেলার গরানবাড়ীয়া গ্রামে বাবার বাড়িতে মৃত মেয়েকে রেখে পালিয়ে যান তিনি।
মৃত শিশু রূপসী খাতুন সাতক্ষীরা সদর উপজেলার ছনকা গ্রামের ফজলু গোলদারের মেয়ে।
রূপসীর চাচা বাবু গোলদার জানান, মোসলেমা তার মেয়েকে নিয়ে সম্প্রতি সাদ্দাম হোসেন নামে এক ব্যক্তির সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করেন। তারা ঢাকার ডেমরা এলাকায় থাকতেন।
শনিবার সকালে মোসলেমা ঢাকা থেকে এসে বাবার বাড়িতে ওঠেন। কিছুক্ষণ পর মেয়েকে বিছানায় ঘুম পাড়িয়ে দেওয়ার নাম করে বিছানার চাদর দিয়ে ঢেকে রেখে পালিয়ে যায়।
পরে মোসলেমাকে খুঁজে না পেয়ে তার পরিবারের সদস্যরা ঘরে গিয়ে রুপসীকে মৃত দেখতে পান।
স্থানীয় ইউপি সদস্য শাহিনুর রহমান জানান, শিশুটিকে দেখে মনে হয়েছে কয়েকদিন আগেই তাকে হত্যা করা হয়েছে।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, ওই শিশুর স্বজনদের পরামর্শ দিয়েছি ঘটনাস্থলে ময়নাতদন্ত ও মামলা করতে।
সাতক্ষীরা সদর থানার ওসি ইমদাদুল হক শেখ জানান, শিশুর মরেদহ নিয়ে তার চাচা আমার কাছে এসেছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানোর নির্দেশ দিয়েছি।




Discussion about this post