আন্তর্জাতিক ডেস্ক: মেক্সিকোয় একটি নাইটক্লাবে গোলাগুলিতে অন্তত ১৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৭ জন। রয়টার্সের খবরে বলা হয়, শনিবার সালামানকা শহরের লা প্লায়া মেনজ ক্লাবের সামনে তিনটি ভ্যানে করে অস্ত্রধারীরা এসে ক্লাব প্রাঙ্গনে নির্বিচারে গুলি ছুঁড়তে শুরু করেন। গোলাগুলির প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, নাইটক্লাবে লাশের সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে পুলিশ।
গুয়ানাজুয়াতোর প্রসিকিউটর দফতর থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, নাইট ক্লাবের ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়। বাকি দু`জনের মৃত্যু হয় হাসাপাতালে নেয়ার পর। ইতোমধ্যে এই ঘটনার তদন্ত শুরু হয়েছে।
গুয়ানাজুয়াতো রাজ্যের শহর সালামানকা মেক্সিকোর অন্যতম সহিংসতাপূর্ণ শহর হিসেবে পরিচিত। তেল মজুদের দখল নিয়ে শহরটিতে প্রায়শই গোলাগুলি হয়। একাধিক সশস্ত্র চক্র এই এলাকায় সক্রিয়। চলতি সপ্তাহেই দেশটির প্রেসিডেন্ট অ্যান্দ্রে ম্যানুয়েল লোপেজ এই স্থানীয় চক্রের বিরুদ্ধে অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন।
Discussion about this post