বিডি ল নিউজঃ মেসি খেলার মাঠে যেমন সবার আলোচনার কেন্দ্রবিন্দু তেমনি আজকাল মিডিয়া এবং ক্লাব রাজনীতির সবচেয়ে জনপ্রিয় নামও মেসি। ক্লাব পরিবর্তনের জন্য মেসিই এখন পর্যন্ত সবচেয়ে বিব্রত নাম। গত এক বছর খালি বার্সা ছাড়ছেন, ছাড়বেন এমন খবর প্রতিদিন আসছে মিডিয়াতে। বেশ কয়েকদিন ধরেই ফুটবল বিশ্বে আলোচনার কেন্দ্র বিন্দুতে পরিণত হয়েছে মেসি-এনরিকে দ্বন্দ্ব। দলের অনুশীলনে হাজির না থাকার শাস্তি হিসেবে লিওনেল মেসিকে সর্বোচ্চ জরিমানা করতে চেয়েছিলেন বার্সেলোনার কোচ লুইস এনরিকে! স্প্যানিস গণমাধ্যম খবরটি বেশ ফলাও করে প্রচার করেছে। তবে বার্সেলোনা অধিনায়ক জাভি কোচকে এই সিদ্ধান্ত নেওয়া থেকে ফিরিয়ে আনেন।
স্পেনের ক্রীড়া দৈনিক স্পোর্ত এ সম্পর্কে জানান, ‘গত সোমবার পেটের পীড়ার কারণ দেখিয়ে অনুশীলনে অংশ নেয়নি মেসি। রিয়াল সোসিয়েদাদের কাছে হেরে যাওয়ার পরের দিন ক্লাবের সমর্থকদের সামনে অনুশীলন করে বার্সেলোনার খেলোয়াড়রা। সেদিনই মেসির অনুশীলনে না থাকাটা বিষয়টি মেনে নিতে পারেননি কোচ লুইস এনরিকে।’ তবে বিষয়টি জানতে পেরে কোচের সঙ্গে দেখা করেন বার্সেলোনার তিন অধিনায়ক জাভি , ইনিয়েস্তা ও সের্জিও বুসকেটস। তাদের হস্তক্ষেপে বিষয়টি নিয়ে পরিস্থিতি সমাধান হয়।
Discussion about this post