বিডি ল নিউজঃ গতরাতেই মেসিকে হারিয়ে ব্যালন ডি’অর জিতলেন রোনালদো। তাছাড়া তারা মাঠে-মাঠের বাহিরে একে অন্যকে শত্রুর মতই ভেবে খেলে চলেছেন। কিন্তু, বন্ধুত্বের হাত বাড়িয়েছেন রোনালদো। একসাথে একদলের হয়ে খেলার ইচ্ছে পোষণ করলেন রোনালদো। এসময় রোনালদো বলেন, ‘ফুটবল বর্তমান সময়ের জন্য। আর বর্তমানই সবচেয়ে গুরুত্বপূর্ণ। অতীতে অনেক গ্রেট ফুটবলার ছিলেন, কিন্তু আমার জন্য এই দুজনের(মেসি ও ন্যুয়ের) সাথে খেলাটা সত্যিই ভাগ্যের।’
এসময় মেসিকে রোনালদোর সাথে একদিনের জন্যে হলেও খেলার জন্য আমন্ত্রণ জানান রোনালদো।
সিআরসেভেন বলেন, ‘আমি সবসময় সেরা ফুটবলারদের সাথে খেলি। হতে পারে প্রতিপক্ষ দলের হয়ে খেলাটা কঠিন, কিন্তু একই দলের হয়ে খেলাটা দারুণ ব্যাপার।’ এদিকে রোনালদোর কথায় ন্যুয়ের বলেন, ‘আমি সফল দলগুলোর সাথে খেলতে পছন্দ করি। তাছাড়া আমার আদর্শই হলো অতীতের ফুটবলাররা। অবশ্যই ওইসব খেলোয়াড়দের সাথে খেলতে পারলে নিজেকে ভাগ্যবান মনে করতাম। তবে তাঁদের মধ্যে যেকোনো একজনকে বেঁছে নেওয়াটা কঠিন হবে। উল্লেখ্য, এ বছর আর্জেন্টাইন ও বার্সা তারকা লিওনেল মেসি, জার্মান গোলরক্ষক ম্যানুয়েল ন্যুয়েরকে হারিয়ে বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতে নিয়েছেন রিয়াল মাদ্রিদ ও পর্তুগীজ তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো।
Discussion about this post