মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাজন আহমেদকে (৩০) অস্ত্র ও গুলিসহ আটক করেছেন জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। আটককৃত রাজন মেহেরপুর জেলা শহরের ২নং ওয়ার্ড বোসপাড়া এলাকার জামশেদ আলীর ছেলে।
রবিবার মধ্যরাতে জেলা শহরের বোসপাড়া এলাকার পৌর কলেজ মোড় থেকে রাজনকে আটক করা হয়।
ডিবি পুলিশের ওসি ওবায়দুল রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের বোসপাড়ার পৌর কলেজ মোড়ে অভিযান চালিয়ে যুবদল নেতা রাজন আহমেদকে আটক করে পুলিশ।
এসময় তার দেহ তল্লাশি করে একটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করে। পরে তাকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। রাজনের নামে মেহেরপুর সদর থানায় পুলিশের উপর হামলাসহ অর্থ ডজন মামলা রয়েছে বলেও জানান ডিবির ওই কর্মকর্তা।




Discussion about this post