মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট মারুফ আহম্মেদ বিজনসহ বিএনপি-জামায়াতের ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে সদর, গাংনী থানা ও ডিবি পুলিশের পৃথক অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
আটককৃতরা সবাই নাশকতা মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।
মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক জুলফিকার আলী জানান, গতরাতে ডিবির একাধিক দল বিভিন্ন স্থানে অভিযান চালায়। এ সময় শহরের পৃথক তিনটি স্থান থেকে বিএনপির সক্রিয় দুই কর্মীসহ বিজনকে আটক করা হয়।
তিনি আরো জানান, গেল সপ্তাহে সদর উপজেলার আলমপুর গ্রামে নাশকতার বৈঠক থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। ওই ঘটনায় ডিবি এক সদস্য বাদি হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার পলাতক আসামি হিসেবে বিজনসহ তিনজনকে আটক করা হয়েছে। সদর থানার মামলার আসামি হিসেবে তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।
অপরদিকে গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হরেন্দ্র নাথ সরকার বলেন, গত ২৭ অক্টোবর রাতে এ উপজেলার কল্যাণপুর নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠ থেকে নাশকতার অভিযোগে ২১ জনকে আটক ও ককটেল বোমা উদ্ধার করা হয়। ওই ঘটনার অজ্ঞাত আসামি হিসেবে বিএনপি-জামায়াতের সাতজনকে আটক করে আদালতে সোপর্দ করা হচ্ছে। একই ভাবে সদর থানা পুলিশও একটি নাশকতার মামলায় বিএনপির ৩ জনকে আটক করেছে।
Discussion about this post