নিজস্ব প্রতিবেদক: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে পদত্যাগ করবেন। এরআগে মেয়র প্রার্থী হতে রবিবার (২৯ ডিসেম্বর) তাকে মনোনয়ন দেয় ক্ষমতাসীন আওয়ামী লীগ। আইন অনুযায়ী, পদে থেকে কোনও মেয়র নির্বাচন করতে পারবেন না। এ কারণে তাকে পদত্যাগ করতে হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করে আতিকুল ইসলাম বলেন, আজ আমার সংস্থার কাউন্সিলর ও কর্মকর্তাদের নিয়ে একটি মিটিং করবো। যেটা এই মেয়াদের সর্বশেষ মিটিং হবে। এরপর আমি স্থানীয় সরকার মন্ত্রী বরাবর করা পদত্যাপত্রে স্বাক্ষর করে সংস্থার সচিবের কাছে জমা দেবো। এরপর পত্রটি মন্ত্রণালয়ে পাঠানো হবে।
উল্লেখ্য, ২০১৫ সালের ২৮ এপ্রিল ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে তৎকালীন মেয়র আনিসুল হক জয় লাভ করেন। ২০১৭ সালের ৩০ নভেম্বর তার মৃত্যুতে মেয়রের আসনটি শূন্য হয়। পরে ২০১৯ সালের ২৮ ফেব্রুয়ারি পুনরায় উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে আওয়ামী লীগের সমর্থন নিয়ে ৮ লাখ ৪৯ হাজার ৩০২ ভোট পেয়ে আতিকুল ইসলাম জয়লাভ করেন।




Discussion about this post