মেয়ে বন্ধুকে কেন্দ্র করে কলেজছাত্র দুই বন্ধুর মধ্যে মারধরের ঘটনার ভিডিও ক্লিপ ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ ভিডিওকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে। এ ঘটনায় মামলার পর পুলিশও ঘটনাটি তদন্তে মাঠে নেমেছে।
১০ মিনিটের ভিডিও ক্লিপটি দেখে জানা যায়, যে বন্ধুটি মারধর করছে তার নাম জুনায়েদ। জুনায়েদ নানা অভিযোগে তার বন্ধুকে চপেটাঘাত ও লাথি মারছে। অন্য বন্ধুটি সব অভিযোগ অস্বীকার করে বার বার বলছে, ‘আমি এ রকম করিনি।’ সে শুধু বোঝাতে চাইছে যে, সে এমন কিছু করেনি, কোনো ভুল বোঝাবুঝি হচ্ছে। অন্য আরেকজন সেটি ভিডিও করছে। প্রথমে ফেসবুকের একটি পেজে এ ভিডিও প্রকাশ করা হয়। পরে এটি অনেকে শেয়ার ও আপলোড করেন। ধানমণ্ডি লেকের পাড়ে ঘটনাটি ঘটানো হয়েছে। আশপাশ দিয়ে অন্য পথচারী হেঁটে গেলেও কেউ তাদের থামাননি। বরং দূর থেকে দেখেছে।
এ প্রসঙ্গে ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া গণমাধ্যমকে জানান, ব্যাপারটি আমাদের নজরে আসার সঙ্গে সঙ্গে যে ছেলেটি মারধরের শিকার হয়েছে তাকে খুঁজে বের করে জিজ্ঞাসাবাদ করেছি। সে থানায় অভিযোগ করেছে। তথ্য ও প্রযুক্তি আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর ৭। তদন্তের পর এ ব্যাপারে বিস্তারিত জানানো যাবে।




Discussion about this post