কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে মোটরসাইকেলে বাসের ধাক্কায় এক আইনজীবী নিহত হয়েছেন। তার নাম শাহেন শাহ (৩০)। তিনি কটিয়াদী উপজেলার মধ্যপাড়া গ্রামের ফারুক মিয়ার ছেলে। কিশোরগঞ্জ আদালতে আইন পেশায় নিয়োজিত ছিলেন শাহেন শাহ।
আজ মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের কটিয়াদী উপজেলার মধ্যপাড়া বাজারের কাছে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল পৌনে ১০টার দিকে শাহেন শাহ মোটরসাইকেলে করে কিশোরগঞ্জ যাচ্ছিলেন। কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের কটিয়াদী উপজেলার মধ্যপাড়া বাজারের কাছে বিপরীত দিক থেকে আসা অনন্যা সুপারের একটি বাস তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী আইনজীবী শাহেন শাহ নিহত হন। পুলিশ বাস ও চালককে আটক করেছে।




Discussion about this post