
গতকাল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে অনুষ্ঠানিক বৈঠকের পর দুই প্রধানমন্ত্রী যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন। সেখানে শেখ হাসিনা বাংলায় বললেও ইংরেজীতে নিজের বক্তব্য উপস্থাপন করেছেন মোদি। আর মোদির এ ইংরেজী বক্তব্যেরই সমালোচনা করেছেন নির্বাসিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন। টুইটারে তিনি লিখেন, মোদির ইংরেজি এবং টেলিপ্রম্পটার ব্যাবহার করা উচিত হয়নি। তিনি হিন্দিতেই বলতে পারতেন। বাংলাদেশের সবাই হিন্দি বোঝে।
অন্য আরেকটি টুইটে তসলিমা লিখেন, বাংলাদেশের অধিকাংশ মানুষ ইংরেজি বোঝে না, কিন্তু সবাই হিন্দি বোঝে, কারন তারা সবসময় হিন্দি মুভি দেখে। মোদি ইউরোপীয় ইউনিয়নে গিয়ে হিন্দিতে ভাষণ দিলেন, যেখানে কেউ হিন্দি বোঝে না, কিন্তু বাংলঅদেশে এসে ইংরেজীতে ভাষণ দিলেন, যেখানে সবাই হিন্দি বোঝে।




Discussion about this post