নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুরের বসিলা এলাকা থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১০। আটককৃতরা হলেন, নুরুল আমিন (২৪) আব্দুল করিম (২৯) ও তার স্ত্রী হালিমা বেগম (৩৬)।
আজ সোমবার গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০ এর একটি টিম মোহাম্মদপুর বসিলা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ ২ লক্ষ ৩০ হাজার টাকা জব্দ করা হয়।
র্যাব-১০ এর অতিতিক্ত এসপি মহিউদ্দিন ফারুকী বলেন, গোপন সংবাদের ভিওিতে আমরা তাদের আটক করতে সক্ষম হই। নুরুল আমিন টেকনাফ থেকে ইয়াবার চালান নিয়ে এসে আব্দুল করিমের কাছে বিক্রি করে। তাদেরকে বিরুদ্ধে মাদক মামলা দিয়ে সংশ্লিষ্ট থানায় পাঠানো হবে।
Discussion about this post