বিডি ল নিউজঃ গতকাল বৃহস্পতিবার(২১ জুন) মৌলভীবাজারের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শেখ মো: আবু তাহেরেরর আদালতে হত্যা মামলায় অভিযুক্ত ৪ জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। যাবজ্জীবন আসামীরা হলেন,রুস্তুম মিয়া,জিতু মিয়া,খেলা মিয়া,রাজু মিয়া।
এ সময় একই মামলায় অন্যান আরো কয়েজন আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেয়া হয়। তারা হলেন, জিতু মিয়া বাবা আনসার মিয়া ১০ বৎসর সাজা,দুলু ৬ মাস,এক বৎসর যারা তারা হলেন,নানু মিয়,শামীম মিয়া,জুলহাস মিয়া,দুলসান মিয়া,আলী আহম্মদ,আওয়াল,গোলাপ,মারফত মিয়া,লোছল মিয়া। এরমধ্যে ৯ জন মৃত্যু বরন করেছেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী পি.পি এ এস এম আজাদুর রহমান মামলাটি পরিচালনা করেন।বিবাদীপক্ষে মামলা পরিচালনাকারী অ্যাডভোকেট সৈয়দ আজিজুর রব চৌধুরী জানান, এ রায়ে আমরা সন্তুষ্ট না, তাই উচ্চ আদালতে যাব আমরা।
মামলার অভিযোগে জানা যায়,১৯৯৮ সালের ৫ অক্টোবর সদর উপজেলার আমতৈল ইউনিয়নের মাশকান্দি গ্রামের দু পক্ষের মারামারি করলে শাপাল মিয়া ঘটনাস্থলে মারা যান। এ ঘটনায় মুছা মিয়া বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
Discussion about this post