ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শাহজালাল হত্যা মামলায় ৯ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
রোববার (১৩ মার্চ) বিকেলে ময়মনসিংহের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জহিরুল কবির এ কারাদণ্ডাদেশ দেন।
ময়মনসিংহের আদালত পরিদর্শক নওয়াজেশ আলী মিয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, এ মামলায় মোট আসামি ছিলেন ২৫ জন। এর মধ্যে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ১৬ জন বেকসুর খালাস পেয়েছেন। আর ৯ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
Discussion about this post