বিডি ল নিউজঃ
যশোরে বিএনপি-জামায়াতের ৫১ কর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২ জানুয়ারি) রাতভর জেলার আটটি উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
যশোর জেলা পুলিশের মুখপাত্র এএসপি রেশমা শারমীন বিষয়টি নিশ্চিত করে জানান, নাশকতার পরিকল্পনা করার অভিযোগে তাদের আটক করা হয়েছে।
আটক ব্যক্তিদের মধ্যে বিএনপির চারজন, জামায়াতের ৪৫ জন ও শিবির দুই কর্মী রয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) দুপুরের মধ্যে তাদের আদালতে পাঠানো হবে।
পুলিশের অন্য একটি সূত্র জানায়, ৫ জানুয়ারি আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশেষ অভিযান চালাচ্ছে পুলিশ।
Discussion about this post