যশোর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন চলছে। শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টা থেকে সমিতির এক নম্বর ভবনে এ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। যা বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত চলবে। এতে সমিতির ৪৬৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
নির্বাচনে সভাপতি পদে ত্রিমুখী এবং সাধারণ সম্পাদক পদে দ্বিমুখী লড়াই হচ্ছে। সভাপতি প্রার্থীরা হলেন- আওয়ামী আইনজীবী পরিষদের শরীফ আব্দুর রাকিব, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জাফর সাদিক এবং গণতান্ত্রিক আইনজীবী সমিতির কাজী আব্দুস শহীদ লাল।
সাধারণ সম্পাদক পদে লড়ছেন আওয়ামী আইনজীবী পরিষদের শাহিনুর রহমান ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থী এম এ গফুর।




Discussion about this post