বিডি ল নিউজঃ বুধবার সন্ধ্যা সোয়া ৭ টার দিকে রাজধানীর যাত্রাবাড়ীতে ২০ দল ও আ’লীগের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় বেশ কয়েকটি যানবাহনে ভাঙচুর, ককটেল বিস্ফোরণ ও একটি বাসে অগ্নিসংযোগ করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ৭ টার দিকে যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কে হরতাল ও অবরোধের সর্মথনে বিক্ষোভ মিছিল বের করে যাত্রাবাড়ী মোড়ের দিকে অগ্রসর হতে থাকে ২০ দলের নেতা-কর্মীরা। মিছিলটি মোড়ের কাছাকাছি পৌঁছালে আ’লীগ কর্মীরা মিছিলের ওপর হামলা করে। এসময় ২০ দল ও আ’লীগ নেতা কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। সংঘর্ষের সময় চলাচলরত ২টি বাস ও ছয়টি লেগুনা ভাঙচুর করা হয়। এসময় একটি বাসে আগুন ও ককটেল বিস্ফোরণও ঘটে।
এ বিষয়ে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অবণী শঙ্কর কর জানান, অবরোধ সমর্থকরা বড় ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা করেছিল কিন্তু তেমন কিছু হয়নি। ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।




Discussion about this post