শেরপুরের ঝিনাইগাতীতে আব্দুল কুদ্দুস (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।
নিহত আব্দুল কুদ্দুস উপজেলার হাতিবান্দা পাগলারপাড় গ্রামের জয়নুদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, কিছুদিন আগে আব্দুল কুদ্দুসের লোকজন ইব্রাহিম নামে এক ব্যক্তিকে পিটিয়ে পা ভেঙে দেয়। এরপর শুক্রবার দুপুরে ইব্রাহিমের বড় ভাই রফিকুল ইসলামকে তিন-আনী বাজারে মারধর করে আব্দুল কুদ্দুস।
খবর পেয়ে রফিকুলের লোকজন এসে আব্দুল কুদ্দুসকে পিটুনি দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে, হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এদিকে, আব্দুল কুদ্দুসের নিহতের খবরে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল ওয়ারিশ এক জন মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।




Discussion about this post