বিডি ল নিউজঃ
যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে মহাজোট সরকারের আমলে ১০৩টি মামলা হয়েছে। চলতি মাসে ধানমণ্ডি ও মোহাম্মদপুর থানায় দুটি মামলা দায়েরের পর তার মামলা একশ পেরোয়। আলালের বিরুদ্ধে গত কয়েক মাসে প্রায় অর্ধশত মামলা হয়েছে। এর আগে আরও অর্ধশত মামলায় উচ্চ আদালত তিনি জামিন থাকার পর নিম্ন আদালত জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। গত ১ ডিসেম্বর ধানমণ্ডি এবং মোহাম্মদপুরে গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় মামলা দায়ের করা হয়। দুই মামলায়ই তাকে প্রধান আসামি করা হয়েছে। এর মধ্যে একটি মামলা ডিবিকে তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে।
আলালের পারিবারিক সূত্র জানিয়েছে, গ্রেফতারি পরোয়ানি নিয়ে অবরোধে যুবদলের পক্ষে সব কার্যক্রম করে যাচ্ছেন তিনি। দলের তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ‘দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার নির্দেশে কাজ করে যাচ্ছি। মৃত্যুর আগ পর্যন্ত স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে লড়ে যাব।’ তিনি বলেন, সরকারের সময় শেষ হয়ে গেছে। তাই তারা মামলা দিয়ে আন্দোলন দমাতে চাইছে।
Discussion about this post