বিডি ল নিউজঃ শনিবার রাত সাড়ে ৮টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন থাকা ওয়ার্কার্স পার্টি সহযোগী সংগঠন যুবমৈত্রীর সাবেক ভাইস প্রেসিডেন্ট বাবুল আখতার (৪৭)মৃত্যুবরণ করেছেন।
ঢামেক হাসপাতালের আইসিইউ’র প্রধান অধ্যাপাক ডা. আবদুর রহমান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তার মৃত্যুতে হাসপাতালে ছুটে আসেন ওয়ার্কার্স পার্টির সভাপতি ও বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।
জানা যায়, গত ৩০ ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে ঢামেকের জরুরি বিভাগের চতুর্থ তলায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিউ) চিকিৎসাধীন ছিলেন। তার গ্রামের বাড়ি রাজবাড়ী সদরে। বর্তমানে তিনি ফকিরাপুলে একটি মেসে থাকতেন। তিনি স্ত্রী শিরীন আখতার, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
Discussion about this post