নীলফামারীর জলঢাকা উপজেলায় যৌন হয়রানির দায়ে নুর আলম ওরফে লাল মিয়া (৩৫) নামে কোচিং সেন্টারের শিক্ষককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্ত নুর আলম জলঢাকার ডাঙাপাড়া গ্রামের মৃত আফছার আলীর ছেলে এবং নুর লার্নিং কোচিং সেন্টারের মালিক ও শিক্ষক।
জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলওয়ার হাসান ইমান বলেন, কোচিং সেন্টারের অন্যান্য শিক্ষার্থীদের ছুটি দিয়ে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে নুর আলম যৌন হয়রানি করেন। মেয়েটি বাড়ি ফিরে পরিবারের লোকজনকে এ কথা জানালে বিক্ষুব্ধ এলাকাবাসী নুর আলমকে আটক করে গণধোলাই দেয়।
পরে পুলিশ এসে তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। বিচারক তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।




Discussion about this post