বিডি ল নিউজঃ
চাঁপাইনবাবগঞ্জে বিএনপিকর্মীকে হত্যা, খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখা, রিয়াজ রহমানের ওপর গুলির ঘটনার প্রতিবাদে রাজশাহীতে রবিবার ও সোমবার ৩৬ ঘণ্টার হরতাল আহ্বান করেছে ২০ দলীয় জোট।
শুক্রবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল।
মোসাদ্দেক হোসেন বুলবুল জানান, দলীয় নেতাকর্মীদের বাড়ি বাড়ি পুলিশ তল্লাশি চালিয়ে ভাংচুর করছে। অনেককে গ্রেফতার করছে। এ কারণে বিভাগে ও মহানগরীতে এ হরতাল পালন করা হবে।সন্ধ্যায় ২০ দলীয় জোটের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Discussion about this post