বিডি ল নিউজঃ গতকাল রোববার (১৩ মে) সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মো. গোলাম রাব্বানী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে রমজান উপলক্ষে অধস্তন আদালতের (নিম্ন আদালত) সময়সূচি পরিবর্তনের তথ্য জানান। রমজান মাসে রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আদালতের কার্যক্রম সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে। তবে দুপুর ১টা ১৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত জোহর নামাজের বিরতি থাকবে।অপরদিকে আদালতের অফিসের সময়সূচিতে বলা হয়েছে, সকাল ৯টা থেকে ৩টা ৩০ মিনিট পর্যন্ত অফিস চলবে। তবে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহর নামাজের বিরতি থাকবে।




Discussion about this post