নিজস্ব প্রতিবেদক: রাজধানী থেকে অপহরণকারী চক্রের মূলহোতাসহ ৭ সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আজ সোমবার সকালে আটকের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান।
তিনি জানান, রবিবার দিবাগত রাতে রাজধানীর কাউলা এলাকায় অভিযান চালিয়ে র্যাব সদস্য পরিচয়ে অপহরণসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত অপহরণকারী চক্রের মূলহোতাসহ ৭ সদস্যকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র, গুলি, র্যাবের জ্যাকেট, হ্যান্ডকাফ, ওয়াকিটকিসহ র্যাবের স্টিকারযুক্ত মাইক্রোবাস জব্দ করা হয়েছে।
এ বিষয়ে রাজধানীর কারওয়ান বাজারের র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।
Discussion about this post