‘ডার্টি মানি’র অনুসন্ধানের অংশ হিসেবে আপন জুয়েলার্সের গুলশান, উত্তরা, মৌচাক ও সীমান্ত স্কয়ারের পাঁচটি শোরুমে অভিযান পরিচালনা করছে শুল্ক গোয়েন্দা বিভাগ। এর মধ্যে শাহজাদপুরে সুবাস্তু টাওয়ারে অভিযানকালে আপন জুয়েলার্সের শাখাটি বন্ধ পেলে তা সিলগালা করে দেন শুল্ক গোয়েন্দাদের অভিযানকারী দল।
আজ রোববার (১৪ মে) বেলা সাড়ে ১১টা থেকে অভিযান চালাচ্ছেন তারা। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান আমাদের সময়কে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বনানীর একটি হোটেলে দুই শিক্ষার্থী ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ ও তার ছেলে সাফাত আহমেদের ‘ডার্টি মানি’র তথ্য গণমাধ্যমে প্রকাশের পর শুল্ক গোয়েন্দার পক্ষ থেকে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়া হয়।
শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক বলেন, রাজধানীতে আপন জুয়েলার্সের সব শোরুমে অভিযান চালানো হবে। বিকেল পাঁচটা পর্যন্ত অভিযান চলবে। অভিযানে সোনা ও হিরার উৎস ও পরিশোধযোগ্য শুল্ক-কর সম্পর্কে খোঁজ নেওয়া হবে। এর মধ্যে শুল্ক গোয়েন্দারা বাংলাদেশ ব্যাংকের কাছে তাদের আর্থিক লেনদেনের যাবতীয় তথ্য তলব করেছে।
উল্লেখ্য, গত পাঁচ বছরে দেশে কোনো বৈধ বাণিজ্যিক আমদানি না থাকায় প্রাথমিকভাবে শুল্ক গোয়েন্দার কাছে তাদের স্বর্ণ ও ডায়মন্ডের ব্যবসায় ‘অস্বচ্ছতা’ প্রতীয়মান হয়েছে।
অভিযানে ঢাকা উত্তর, দক্ষিণ ভ্যাটের কর্মকর্তারা ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) এর সদস্যরা রয়েছেন।
Discussion about this post