নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কদমতলীতে ডাকাত দলের সঙ্গে পুলিশের গোলাগুলিতে চারজন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ১০টি ককটেল ও চাপাতি উদ্ধার করা হয়েছে।
আজ শনিবার (১৭ মার্চ) ভোরে ওয়াসা পুকুর এলাকায় এ ঘটনা ঘটে।
কদমতলী থানার ওসি আবদুল জলিল জানান, ওয়াসা এলাকায় ১২-১৫ সদস্যের একটি ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে সংবাদ পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। এসময় ডাকাতদল পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে ডাকাত দলের এক সদস্য আবদুর রশিদ (৪০) গুলিবিদ্ধ হন। এসময় দুই পুলিশ ও এক আনসার সদস্য আহত হয়েছেন বলে জানান তিনি।
ওসি আরও জানান, গুলিবিদ্ধ ওই ডাকাত সদস্যকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া অভিযানে রশিদসহ দুই ডাকাতকে আটক করা হয়েছে। এবং আহত পুলিশ ও আনসার সদস্যদের রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
Discussion about this post