বিডি ল নিউজঃ রোববার সন্ধ্যায় পেট্রলবোমাসহ রাজধানীর বিমানবন্দর থানার জামায়াতের সভাপতি মো. এনামুল হকসহ চারজনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে আঁটটি পেট্রলবোমা উদ্ধার করে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান জানান, গোপণ সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যায় একটি বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। এসময় তাদের কাছ থেকে আঁটটি পেট্রলবোমা উদ্ধার করা হয়।
Discussion about this post