নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুর বেড়িবাঁধ এলাকায় র্যাব-২ এর সঙ্গে মাদক ব্যবসায়ীদের গোলাগুলিতে একজন নিহত হয়েছে বলে জানিয়েছে র্যাব। র্যাবের দাবি, নিহত আসাদুল মাদক ব্যবসায়ী। তার নামে বিভিন্ন থানায় অস্ত্র ও মাদকসহ ১০টি মামলা রয়েছে। আসাদুলের বাড়ি আগারগাঁও এলাকায়।
রবিবার রাত সাড়ে ৩টার দিকে মিরপুরের বেড়িবাঁধ এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে দুটি বিদেশি পিস্তল ও ১০৫২ পিস ইয়াবা, চার কেজি গাঁজা ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে র্যাব।
র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, রবিবার মধ্যরাতে মিরপুর বেড়িবাঁধ এলাকায় র্যাবের সঙ্গে গোলাগুলিতে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। এ ঘটনায় র্যাবের দুইজন সদস্য আহত হয়েছেন। তাদের চিকিৎসা দেয়া হয়েছে।




Discussion about this post