নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কদমতলীতে পুলিশের গুলিতে দুই যুবক আহত হয়েছেন। আহতরা হলেন মাসুম (২৩) ও শাহীন (২২)। তাদের ডাকাত দলের সদস্য বলে দাবি করেছে পুলিশ। এ সময় ১২টি ককটেল, ১টি চাপাতি, ১টি কুড়াল ও একটি শাবল উদ্ধার করা হয়েছে।
ঘটনার সত্যতা স্বীকার করে কদমতলী থানার ওসি এমএ জলিল জানান, সোমবার দিবাগত রাত দেড়টার দিকে শ্যামপুর ধলেশ্বরী ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার দিন রাতে ওই এলাকায় ডাকাতি করার জন্য ১৪/১৫ জনের একটি দল জড়ো হয়। গোপন সূত্রে এ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। তখন পুলিশকে লক্ষ্য করে হাতবোমা ছুড়ে মারে ডাকাতরা। এ সময় আইয়ুব আলী ও কনস্টবল মফিজুর রহমান নামে দুই এএসআই আহত হন।
জবাবে পাল্টা গুলি চালায় পুলিশ। পুলিশের গুলিতে ওই দুই যুবক আহত হন। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের আঘাত তেমন গুরুতর নয় বলে জানিয়েছেন ওসি এমএ জলিল।
ঘটনাস্থল থেকে হেলাল, লিটন ও সজীব নামে আরও তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
Discussion about this post