নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কল্যাণপুর এলাকা থেকে ইসলামী ছাত্র শিবিরের আটজন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিকভাবে গ্রেফতারদের নাম জানা যায়নি।
শনিবার দিবাগত রাতে কল্যাণপুরের ১৩ নন্বর রোডের ১৫ নম্বর বাসা থেকে তাদের আটক করে মিরপুর থানা পুলিশ।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘অভিযান ও গ্রেফতারের তথ্য ঠিক আছে। তবে সংখ্যা এখনও নিশ্চিত নয়। কিছুক্ষণ পর বিস্তারিত বলা যাবে। আটকের সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মওদুদি বই, জামায়াতের চাঁদার রশিদ বই ও কাগজপত্র উদ্ধার করা হয়েছে।
অভিযানের নেতৃত্ব দেন মিরপুর মডেল থানার এসআই নুরুজ্জামান। এ বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে বিস্তারিত জানিয়ে দেয়া হবে বলে জানান ওসি।




Discussion about this post