নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরের বাউনিয়াবাঁধ এলাকায় ফাতেমা নামে (১৮) নামে এক কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ফাতেমা বঙ্গবন্ধু কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী। তবে বিষয়টিকে আত্মহত্যা হিসেবেই প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
শুক্রবার দিবাগত রাত সোয়া ৮টায় বাউনিয়াবাধ এলাকার ই ব্লকের ১১/২৩ নম্বর বাসায় থেকে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়।
তার স্বজনরা জানান, রাতে রুমের ফ্যানের সঙ্গে ফাতেমার মরদেহ ঝুলতে দেখে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমরানুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
Discussion about this post