ডেস্ক রিপোট: রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রায় ১ মিনিট ধরে ভূকম্পন অনুভূত হয়। ভূমিকম্প অনুভূত হওয়ার তথ্যের সত্যতা নিশ্চিত করেছে আবহাওয়া অধিদপ্তর।
আজ বুধবার ১০ টা ৫১ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়।
এদিকে রাজধানী ছাড়া দেশের চট্রগ্রাম, খুলনা, রাজশাহী, চাঁদপুর, নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জে এবং ফেনীতে একযোগে এই ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানা গেছে।
রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৪। উৎপত্তিস্থল ভারতের আসামে। এদিকে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়-ক্ষতির খবর এখনো পাওয়া যায়নি। তবে রাজধানীবাসীর অনেকেই ভূমিকম্পন অনুভব করেছেন। ভয়ে আতঙ্কে অনেকেই ভবন ছেড়ে বাইরে বের হয়ে আসেন।
এর আগে ১০টা ২৫ নাগাদ কম্পন অনুভূত হয়েছে ভারতের উত্তরবঙ্গ ও কলকাতায়। কম্পন অনুভূত হয়েছে শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার থেকে শুরু করে মালদহ মুর্শিদাবাদেও।
Discussion about this post