রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ভাদু শেখ (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, নিহত ভাদু ডাকাত দলের সর্দার। ভাদুর বিরুদ্ধে চারটি ডাকাতি, একটি অস্ত্র, একটি বিস্ফোরক ও একটি চুরির মামলা রয়েছে।
রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার জঙ্গল ইউনিয়নের অলংকারপুর গ্রামে গড়াই নদীর তীরে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।
ভাদু রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মৃত ইছাক শেখের ছেলে।
বালিয়াকান্দি থানার ওসি হাছিনা বেগম বলেন, রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে ভাদু তার দলের সদস্যদের নিয়ে অলংকারপুর গ্রামে গড়াই নদীর তীরে বসে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।
গোপনে খবর পেয়ে ওই স্থানে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়লে ডাকাত সর্দার ভাদু গুলিবিদ্ধ হয়ে নিহত হয়।
এ ছাড়া এ ঘটনায় আহত হন তিন পুলিশ সদস্য। তারা বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
ঘটনাস্থল থেকে দুটি ওয়ান শুটারগান, একটি তাজা কার্তুজ, পাঁচটি গুলির খোসা ও একটি রাম দা উদ্ধার করা হয়েছে।
এ/কে
Discussion about this post