বিডি ল নিউজঃ শুক্রবার সন্ধ্যার দিকে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজাবাড়িহাটে অভিযান চালিয়ে ২১টি চোরাই মোবাইল সেটসহ সুমন মিয়া (৩০) নামে আন্তঃজেলা মোবাইল চোর সিন্ডিকেটের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত সুমন রাজশাহীর পবা উপজেলার গহমাবোনা গ্রামের মোজাহার আলীর ছেলে।
পুলিশ জানায়, গত ১৪ অক্টোবর গোদাগাড়ীর কাঁকনহাট পৌরসভার ‘এসএ টেলিকম’ নামের একটি মোবাইলের দোকান থেকে তালা ভেঙে বিভিন্ন ব্র্যান্ডের ৮৬টি মোবাইল সেট ও গ্রামীণফোনের ১০ হাজার টাকার রিচার্জ কার্ড চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
এ ঘটনায় গোদাগাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন ওই দোকান মালিক আতিকুল ইসলাম। পরে শুক্রবার সন্ধ্যায় রাজাবাড়িহাটের ‘সম্পা ষ্টুডিও’ নামের একটি ষ্টুডিও দোকানে অভিযান চালিয়ে চুরি হওয়া মোবাইলের মধ্যে ২১টি উদ্ধার করা হয়। এ সময় ষ্টুডিও মালিক সুমন মিয়াকে গ্রেফতার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আবু ফরহাদ জানান, গ্রেফতার সুমন মোবাইল চোর সিন্ডিকেটের একজন সদস্য। সুমন তার ষ্টুডিও দোকান থেকে চোরাই মোবাইল সেট বিক্রি করতো। সুমনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Discussion about this post