সাইফুল ইসলাম রাব্বি, রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি, ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুরের বিষখালি নদীর ভাঙনরোধ ও জরুরি ভিত্তিতে স্থায়ী বেরিবাঁধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার সামনের সড়কে অর্ধঘণ্টাব্যাপি এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে সার্ভাইভারস এনভার্নমেন্ট ফাউন্ডেশন (এস.ই.এফ)। মানবন্ধন চলাকালে বক্তব্য রাখেন উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি অধ্যক্ষ মোঃ শাহজাহান মোল্লা, এস.ই.এস’র প্রতিষ্ঠাতা সেক্রেটারি মোঃ মিরাজ খান, মানবাধিকার সংগঠন এসবিএস নেতা জলিল শাহ, আলমগীর শরীফ ও সেলিম রেজা প্রমুখ। বক্তারা বলেন, বিষখালি নদীর ভাঙনে হাজার হাজার একর জমি এবং বসতঘর ও শিক্ষা-ব্যবসাসহ বিভিন্ন প্রতিষ্ঠান বিলীন হয়েছে যাচ্ছে। বর্তমান ভাঙনের মৌসুমে ভাঙন আরও ভয়াবহ আকার ধারন করেছে। এভাবে ভাঙন অব্যাহত থাকলে অচিরেই বড়ইয়া ও মঠবাড়ি ইউনিয়ন অনেক গ্রাম বিষখালি নদীতে বিলীন হয়ে যাবে। তাই দ্রুত ভাঙনরোধ রোধ ও বেরিবাঁধ নির্মানের দাবি জানান তারা। মানববন্ধন কর্মসূচিতে বিষখালি নদীতীরের বড়ইয়া ও মঠবাড়ি ইউনিয়নের ভাঙনে ক্ষতিগ্রস্থরাসহ বিভিন্ন শ্রেণির পেশার মানুষ অংশ নেন।




Discussion about this post