মেহেদী হাসান সোহাগ(মাদারীপুর): রাজৈর উপজেলার বৌলগ্রাম থেকে বুধবার রাতে ডাকাতির প্রস্তুতিকালে শাহিন শেখ(২০)নামে এক ডাকাতকে আটক করেছে রাজৈর থানা পুলিশ। সে একই গ্রামের শাহাআলম শেখের ছেলে।
রাজৈর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন ভূইয়া জানান,শাহিন দিনের বেলা তাঁতীকান্দা একটি চাতালে কাজ করে এবং রাতে চুরি ডাকাতি করে থাকে। বুধবার রাতে বৌলগ্রামের পান্নু শেখের বাড়ীতে ডাকাতি করার জন্য রুহুল শেখের সাথে ২৫ হাজার টাকা দিয়ে দরজা খোলার চুক্তি করে। সে মোতাবেক রাতে পান্নু শেখের বাড়ীর টিনের ঘরের চালে উঠে দরজা খোলার চেষ্টা চালায়। বাড়ীর লোকজন টের পেয়ে বাইরে বের হলে অন্যরা পালিয়ে গেলেও শাহিন হাতেনাতে ধরা পড়ে। পরে জনতা শাহিনকে গনধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।
Discussion about this post