আলোচিত রানা প্লাজা ধস নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘রানা প্লাজা’ প্রদর্শন ও সম্প্রচারে নিষেধাজ্ঞা দিয়ে চলচ্চিত্র সেন্সর বোর্ডের আপিল কর্তৃপক্ষের সিদ্ধান্তের বিষয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। রুলে ওই সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয়েছে।
এ বিষয়ে ‘রানা প্লাজা’ চলচ্চিত্রের প্রযোজক শামীমা আকতারের করা রিট আবেদনের শুনানি নিয়ে রোববার (১৩ মার্চ) এ রুল জারি করেন বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ।
চলচ্চিত্র সেন্সর বোর্ড এ চলচ্চিত্র প্রদর্শনে সেন্সর সনদ দিলেও পরে একটি আবেদনে প্রদর্শনে নিষেধাজ্ঞা দেন চলচ্চিত্র সেন্সর বোর্ডের আপিল কর্তৃপক্ষ।
Discussion about this post