রাবি প্রতিনিধিঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডিনস্ কমপ্লেক্সে শনিবার ‘সাসটেইনেবল সেলফ্ ডেভেলপমেন্ট’ শীর্ষক সেমিনার ও উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছে স্বেচ্ছাসেবী সংগঠন “এক্লিপস ডিজায়ার”। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর ড. সাদেকুল আরেফিন মাতিন। বেলা ৩ টা ৪০ মিনিটে শহীদ বুদ্ধিজীবি ও মুক্তিযোদ্ধাদের স্মরনে ১মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর অতিথিদের ফুল দিয়ে বরন করে নেয়া হয়। অনুষ্ঠানটির ১ম পর্বে “সাসটেইনেবল সেলফ্ ডেভেলপমেন্ট” সেমিনারটি যৌথভাবে পরিচালনা করেন সংগঠনটির উদ্যোক্তা ও সংগঠক, রাবির লোক প্রশাসন বিভাগের ছাত্র মারুফ হোসেন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের ছাত্র রাসিক তৌসিক সাকিন। এরপর বিকাল ৪টা ৩০ মিনিটে অনুষ্ঠানটির ২য় পর্বে সংগঠনের নীতি নির্ধারনী নিয়ে আলোচনা করেন বাংলাদেশ বেতার ও রেডি পদ্মা ৯৯.২ এফএম – এর অনুষ্ঠান উপস্থাপক শাহ্ আলম। বিকাল ৫টায় প্রধান অতিথির বক্তব্যে সংগঠনটির প্রধান উপদেষ্টা, সমাজ কর্ম বিভাগের প্রফেসর ড. সাদেকুল আরেফিন মাতিন বলেন, “ছাত্রাবস্থায় আমরা যখন সংগঠন করতাম তখন এরকম উদ্যমী ছাত্রের সংখ্যা খুবই নগন্য ছিল। কিন্তু আজ তোমাদের একসঙ্গে এতোগুলো উদ্যমী তরুনদের দেখে আমি সত্যিই বিস্মিত হলাম। তোমাদের এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই”। এছাড়াও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ আব্দুল আলীম ও একই বিভাগের সহকারী অধ্যাপক ড. মোঃ রফিকুল ইসলাম। আরও বক্তব্য রাখেন লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক স্বপ্নীল রহমান। এরপর প্রধান অতিথি এক্লিপস ডিজায়ার- এর ২০১৬-১৭ বর্ষের কার্যকরী কমিটি ঘোষনা করেন। প্রতিষ্ঠাকালীন এই কমিটিতে কোঅর্ডিনেটর হিসেবে মারুফ হোসেন এবং কো-কোঅর্ডিনেটর হিসেবে শাহ্ আলম মনোনীত হয়। সর্বশেষে সংগঠনের কোঅর্ডিনেটরের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি হয়।




Discussion about this post