বিডি ল নিউজঃ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেপ্তারকৃত ১১ জনকে দু’দিনের রিমান্ড দিয়েছে আদালত। গতকাল বুধবার দুপুরে শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-৩ আদালতের বিচারক শারমিন আক্তার এ রিমান্ড মঞ্জুর করেছেন। এদিকে পুলিশের পাশাপাশি তদন্তে নেমেছে র্যাব। গত মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত র্যাব-৫ এর একটি টিম নির্দিষ্ট এলাকায় অভিযান পরিচালনা করেছে বলে র্যাবের একটি সূত্র নিশ্চিত করেছে। তবে ওই এলাকা সম্পর্কে কোন তথ্য দিতে রাজি হয়নি সূত্রটি। র্যাব-৫ এর অপস্ অফিসার (এএসপি) মুহিদ মাহমুদ রুবেল জানান, পুলিশের পাশাপাশি র্যাবও ছায়াতদন্ত করেছে। তদন্তের ক্ষেত্রে পারিবারিক ও ব্যক্তিগত বিষয়গুলো খুঁটিয়ে দেখা হচ্ছে। মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন মানবজমিনকে বলেন, শিক্ষক হত্যার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক এন্তাজুল হক বাদী হয়ে যে হত্যা মামলা দায়ের করেছেন তাতে নগরীর বিনোদপুর এলাকার ইসলামিয়া কলেজের অধ্যক্ষ হুমায়ুন কবীর, বাগমারার আবদুল্লাহ আল মাহমুদ, চৌদ্দপাই এলাকার মশিউর রহমান, ডাঁশমারীর হাসিবুর রহমান ও রেজাউল করিম, দুর্গাপুরের ফজলুল হক, দেওয়ানপাড়ার সাগর ও জিন্নাত আলী, শ্যামপুরের আরিফ, পাবনার ঈশ্বরদীর সাইফুদ্দিন ও মোশাররফ হোসেনকে রিমান্ড দেন আদালত। তিনি আরও বলেন, সোমবার বিকালে ১১ জনকে গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে পাঠিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চাওয়া হয়। পরে বুধবার দুপুরে শুনানি শেষে দু’দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
Discussion about this post