নিজস্ব প্রতিবেদক: নিরাপদ সড়কের দাবিতে রাজধানীর রামপুরায় আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সংঘর্ষ চলছে। সোমবার বেলা পৌনে ১১টার দিকে আফতাবনগর এলাকার সামনের সড়কে এ সংঘর্ষ শুরু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শিক্ষার্থীরা সড়কে জড়ো হয়ে মিছিল বের করলে পুলিশ তাদের বাধা দেয়। কিন্তু পুলিশি বাধা পেরিয়ে ছাত্ররা মিছিল করার চেষ্টা করলে তাদের ওপর কাঁদানে গ্যাস নিক্ষেপ করা হয়। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরাও ছাত্রদের ওপর হামলা করে। পরে শিক্ষার্থীরা আফতাবনগর এলাকায় সরে যায়। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
ঘটনাস্থল থেকে জানা যায়, থেমে থেমে এখনও সংঘর্ষ চলছে। পুলিশ ফাঁকা গুলি করছে। র্যাব টহল দিচ্ছে। বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। কাঁদানে গ্যাসের কারণে চারদিকে ধোয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে। অনেককেই পানিতে চোখ ধুতে দেখা গেছে।
গতকাল রবিবারও রামপুরা এলাকায় আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতাকর্মীরা মুখোমুখি অবস্থান নিয়েছিলেন। মেরুল-বাড্ডা থেকে একদল যুবক লাঠিসোটা নিয়ে রামপুরা ব্রিজের দিকে এলে শিক্ষার্থীদের ধাওয়া খেয়ে পালিয়ে যান তারা।
উল্লেখ্য, গত ২৯ জুলাই রাজধানীর বিমানবন্দর সড়কে জাবালে নূর পরিবহনের বাসের চাপায় দুই কলেজ শিক্ষার্থী শিক্ষার্থী নিহতের ঘটনায় প্রতিবাদে রাস্তায় বিক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা। এর পর থেকে ঢাকার অভ্যন্তরীণ সড়কগুলোয় বাস চলাচল একেবারেই কমে যায়। এমনকি আন্তঃজেলা বাস চলাচলও বন্ধ হয়ে যায়। তবে ঢাকা থেকে দূরপাল্লার বাস চলাচল সোমবার সকাল থেকে শুরু হয়েছে। এ ছাড়া ঢাকার অভ্যন্তরে গণপরিবহন চলাচলও শুরু হয়েছে।




Discussion about this post