আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার একটি আদালত ৫৬ জনকে হত্যা মামলায় সোমবার পুলিশের এক সাবেক সদস্যকে দোষী সাব্যস্ত করেছে। ২২ নারীকে হত্যা করার দায়ে ইতোমধ্যে তাকে যাবজ্জীবন সাজা দেয়া হয়েছে। এই দণ্ড তিনি ভোগও করছেন।
এসব হত্যাকাণ্ডের মধ্যদিয়ে তিনি রাশিয়ার পেশাদার হত্যাকারী হিসেবে পরিচিতি পেয়েছেন। খবর এএফপি’র।
ইরকুতস্ক আঞ্চলিক প্রসিকিউটরের দফতরের এক বিবৃতিতে বলা হয়, ‘ইরকুতস্ক আঞ্চলিক আদালত ১৯৯২ থেকে ২০০৭ সালের মধ্যে ৫৬ জনকে হত্যা করায় আসামি (মিখাইল) পপকভকে দোষী সাব্যস্ত করেছে।’




Discussion about this post