মতিঝিল থানার বিস্ফোরক আইনের একটি মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ ৫৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
বৃহস্পতিবার (১১ আগস্ট) মামলার অভিযোগপত্র আমলে নিয়ে ঢাকা মহানগর দায়রা জজ মো. কামরুল হোসেন মোল্লা এ পরোয়ানা জারি করেন।
সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পিপি তাপস কুমার বিশ্বাস পরোয়ানা জারির বিষয়টি জানান।
তিনি জানান, রিজভী অসুস্থ মর্মে অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া সময়ের আবেদন করেছিলেন। কিন্তু বিচারক সময়ের আবেদন না মঞ্জুর করে এ পরোয়ানা জারি করেন। পরোয়ানা তামিল সংক্রান্ত প্রতিবেদনের জন্য আগামী ১৮ সেপ্টেম্বর দিন ধার্য করা হয়েছে।
২০১৩ সালের নভেম্বর মাসে রাজধানীর মতিঝিল থানার কমলাপুর এলাকায় হরতাল কর্মসূচি পালনের সময় ককটেল বিস্ফোরণের অভিযোগে মামলাটি দায়ের করা হয়েছিল।




Discussion about this post