ডেস্ক রিপোর্ট
রিট ও ক্রিমিনাল মোশন সংক্রান্ত আবেদন শুনানিতে নতুন বেঞ্চ গঠনের দাবিতে মানববন্ধন করেছেন আইনজীবীরা। এ বিষয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।রোববার (৩ জানুয়ারি) দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ড. মোমতাজ উদ্দিন আহমেদ মেহেদীর নেতৃত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা গত তিন মাস ধরে অপ্রতুল রিট ও ক্রিমিনাল মোশন বেঞ্চ পুনর্গঠনের দাবি জানান।
ন্যায় বিচার নিশ্চিতের পথ সুগমের দাবি তুলে ধরে মানববন্ধনে অ্যাডভোকেট মোমতাজ উদ্দিন বলেন, ‘সুপ্রিম কোর্টের ১০ হাজার আইনজীবীর পক্ষে মাননীয় প্রধান বিচারপতির কাছে বিনীত আবেদন অবিলম্বে উচ্চ আদালতের রিট ও ক্রিমিনাল মোশন বেঞ্চ পুনর্গঠন করুন।

আইনজীবীদের দাবি, প্রায় তিন-চার মাস আগে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের দুজন বিচারপতিকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেয়া হয়। এরপর থেকেই উচ্চ আদালতের রিট ও ক্রিমিনাল মোশন বেঞ্চ স্থবির হয়ে আছে।এদিকে, বেঞ্চ পুনর্গঠনের দাবিতে প্রধান বিচারপতি বরাবর আবেদন জানাতে সুপ্রিম কোর্ট বারের সভাপতি এ এম আমিন উদ্দিন ও সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের সঙ্গে কথা বলেছেন আইনজীবীরা।
বিষয়টি নিশ্চিত করে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট এএম জামিউল হক ফয়সাল বলেন, ‘সমিতির নেতৃবৃন্দ বিষয়টি নিয়ে যৌক্তিক সমাধানের চেষ্টা করবেন বলে জানিয়েছেন। খুব শিগগিরই ভালো খবর শোনা যাবে বলেও প্রতিশ্রুতি দিয়েছেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির (বার অ্যাসোসিয়েশন) সভাপতি ও সম্পাদক।’
Discussion about this post