বিডি ল নিউজঃ দলীয় শৃংঙ্খলা ভঙ্গের অভিযোগে বিশ্বকাপ থেকে দেশে ক্রিকেটার ফেরত পাঠানোর ঘটনার সঙ্গে পরিচিত নয় বাংলাদেশ। তবে এবার সেই অভিজ্ঞতার মুখোমুখি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ সন্ধ্যায় দেশে ফিরছেন পেসার আল আমিন। বিকল্প হিসাবে অস্ট্রেলিয়া উড়ে গেছেন পেসার শফিউল ইসলাম।
বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ দলের তরুণ পেসার আল আমিনের গতিবিধি সন্দেহজনক বলে বিসিবি’র টিম ম্যানেজম্যান্টকে জানিয়েছিল আইসিসি নিরাপত্তা গোয়েন্দা সংস্থার কিছু সদস্য (আকসু)। কিন্তু তার বিরুদ্ধে আভিযোগ প্রমাণিত হওয়ার আগেই বিসিবি’র টিম ম্যানেজম্যান্ট তাকে দেশে ফেরত পাঠিয়েছে। ফলে এ নিয়ে সমালোচনা বাড়ছেই। কেউ আঙ্গুল তুলছেন বিসিবির দিকে। কেউ বা দলীয় ম্যানেজার খালেদ মাহমুদকে উঠাচ্ছেন অভিযোগের কাঠগড়ায়।
আল আমিনের আসলে কী দোষ ছিল, তা এখন পর্যন্ত জানা যায়নি। ক্রিকেট বোর্ডও মুখ না খুলে একটি বিজ্ঞপ্তির মাধ্যেমে জানিয়েছে, আল আমিন দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছে। তাই তাকে দেশে ফেরত পাঠিয়ে দেয়া হয়েছে। দলের মিডিয়া কমিটিও নীরব। বিষয়টি তাই ধোয়াশাই লাগছে। দোষটা আসলে কার আল-আমিনের? নাকি এর পেছনে দলের ম্যানেজম্যান্টও কিছুটা দায়ী। তবে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় এবং ম্যানেজার শফিকুল হক হিরা অভিযোগ তুলেছেন বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজনের দায়িত্ববোধ নিয়ে।
তিনি বলেছেন, ‘সুজন তার দায়িত্ব সম্পূর্ণ রুপে অবহেলা করেছে। আমিও একসময় দলের ম্যানেজার ছিলাম। সুজনের কাজের ধরন ছিল সম্পূর্ণ ভূল। একজন ম্যানেজার জানেন না তার দলের খেলোয়ারেরা কখন বাইরে যাচ্ছেন । কেন যাচ্ছেন? কখন হোটেলে ফিরে আসছেন । এটা সত্যিই দুঃখজনক ঘটনা । একজন ম্যানেজারের দায়িত্ব হচ্ছে হোস্টেল সুপারের মতো। সুজন বলেছেন তিনি ঘটনা ঘটার পরের দিন শুনতে পেরেছেন যা একজন ম্যানেজারের মুখ থেকে আশা করা যায়নি।’ তিনি আরও যোগ করেন, ‘খেলোয়াড়েরা ঘুমানোর পর ম্যানেজারের ঘুমানো উচিত। তার অনুমতি ছাড়া কিভাবে আল আমিন হোটেলের বাইরে ছিল? শুনেছি কে বা কাহারা তাকে গভীর রাতে হোটেলে নামিয়ে দিয়ে যেতেন । কারা তারা? ম্যানেজম্যান্ট কেন জানেন না? বিসিবি’র বহু কর্মকর্তা বর্তমানে অস্ট্রেলিয়াতে রয়েছেন। তারা এর দায় ভার এড়াতে পারবেন না’।
আল আমিন প্রসঙ্গে কথা উঠছে জুয়াড়িদের নিয়েও। অস্ট্রেলিয়ায় নাকি এমন কোন জুয়াড়ীর সঙ্গে আল আমিনের কথা হয়েছে। এ প্রসঙ্গে তার মুল্যায়ন, ‘আল আমিন যখন চেন্নাইতে নিজের বোলিং পরীক্ষা দিতে গিয়েছিল তখন থেকেই শুনেছি তার সাথে কথিত জুয়াড়িদের পরিচয় ঘটেছিল । আমার বিশ্বাস বিসিবি নিশ্চয়ই কথাটি শুনেছিল । শুনে থাকলে তখন থেকেই আল আমিনকে সতর্ক করে দেয়া উচিত ছিল।’




Discussion about this post